HOT NEWS BD

পহেলা বৈশাখ উপলক্ষে ভিন্নরূপে দর্শকদের সামনে আসছেন ছোট পর্দার প্রিয় মুখ আইশা খান। ‘বঙ্গ’তে আসছে তার শহরকেন্দ্রিক পরিবারের গল্পে নির্মিত ওয়েব সিরিজ ‘ননসেন্স’। ছয় পর্বের এ সিরিজের বিশেষ চরিত্রে অভিনয় করেছেন আইশা। এতে তিনি অভিনেতা ইন্তেখাব দিনারের বিপরীতে কাজ করেছেন। নির্মাণ করেছেন রাকেশ বসু। এতে অভিনয় প্রসঙ্গে আইশা বলেন, আমি আসলে গল্পের পোকা। চরিত্রগুলো যদি ভালো লাগে তাহলে আমি কাজ করাটা অনেক সুবিধা মনে করি। রাকেশ ভাইয়া যখন প্রথম আমার কাছে গল্পটা নিয়ে আসেন, তখন উনি আমাকে মাহা চরিত্র প্রস্তাব করেছিলেন। চরিত্রটি অনেক সুন্দর এবং সাহসী ছিল। তবে, আমি এটাকে না করে দিয়েছি। গল্পে মাহাকে মেরে ফেলা হয়। আমার যতগুলো ওটিটি কনটেন্ট আছে, প্রত্যেকটাতে দেখা গেছে আমি মরে গেছি। তো আমি চাইনি আবার কোনো প্ল্যাটফরমের জন্য নতুন করে মরে যাই। তখন আমি বলি, ভাইয়া আমি এই চরিত্রটি করতে চাচ্ছি না। এটা ছাড়া আপনি আমাকে অন্য অপশনে ভাবতে পারেন কিনা। একদিন পর রাকেশ ভাইয়া জানান, আমাকে ইন্তেখাব দিনার ভাইয়ার বিপরীতে চাচ্ছেন। তখন আমার কাছে মনে হয়েছে প্রথমটাকে না বলে ভুল হয়েছে। কারণ দিনার ভাইয়ার বিপরীতে কাজ করাটা আরও কঠিন। ইন্তেখাব দিনারের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে আইশা বলেন, দ্বিধায় ছিলাম আমার যে বয়স, সেই বয়সটায় নেহা চরিত্রের বয়স ম্যাচ করতে পারবো কিনা। ব্যাপারটা আমার জন্য সহজ করে দিয়েছেন দিনার ভাইয়া। তার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। এতে আরও অভিনয় করেছেন- জাকিয়া বারী মম, নাজিবা বাশার, মিলি বাশার, টনি মাইকেল গোমেজ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *